মূলধন বাড়াতে সর্বোচ্চ বোনাস লভ্যাংশ, লেনদেনে আধিপত্য মুন্নু এগ্রোর

Date: 2023-10-11 06:00:09
মূলধন বাড়াতে সর্বোচ্চ বোনাস লভ্যাংশ, লেনদেনে আধিপত্য মুন্নু এগ্রোর
মূলধন বাড়াতে ৫ বছরের মধ্যে সর্বোচ্চ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ। গত জুনে সমাপ্ত আর্থিক বছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩২ শতাংশ বোনাস ও ৩ শতাংশ নগদ লভ্যাংশ। এর আগে সর্বশেষ ২০১৮ সালে কোম্পানিটি ৩৫০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ২ কোটি ৭৩ লাখ টাকা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, শেয়ারবাজারের মূল বোর্ডে তালিকাভুক্ত সব কোম্পানির সর্বনিম্ন মূলধন হতে হবে ৩০ কোটি টাকা। ২০২১ সালের এ নির্দেশনা জারি করেছিল বিএসইসি। ওই নির্দেশনা বাস্তবায়নে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানিগুলোকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াতে হবে। এ জন্য স্বল্প মূলধনী কোনো কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করে, কেউ অধিকারমূলক বা রাইট শেয়ার ইস্যু করে আবার কোনো কোনো কোম্পানি প্লেসমেন্টের মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াচ্ছে। তারই অংশ হিসেবে বোনাস শেয়ার ঘোষণার মাধ্যমে মূলধন বাড়ানোর উদ্যোগ নিয়েছে মুন্নু এগ্রো।গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণার খবরে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার লেনদেনের শীর্ষ পর্যায়ে উঠে এসেছে। আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই এটির শেয়ার লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল। আর শুরুতেই প্রতিটি শেয়ারের দাম ৫০ টাকা বা ৬ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৮৯০ টাকায়।এদিকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাড়াতে নির্ধারিত সময়সীমাও বেঁধে দিয়েছে বিএসইসি। এরই মধ্যে সেই সময় অতিবাহিত হলেও স্বল্প মূলধনী কোম্পানিগুলো সময় বাড়ানোর আবেদনের মাধ্যমে এ নির্দেশনা ধীরে ধীরে পরিপালন করছে।শেয়ারবাজারে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজির সুযোগ অনেক বেশি। এ কারণে এসব কোম্পানির মূলধন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব কোম্পানিকে মূলধন বাড়াতে হবে সাম্প্রতিক সময়ে সেই ধরনের কোম্পানিকে ঘিরে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

Share this news