মূল মার্কেটে নিষ্ক্রিয় বেক্সিমকো দাপট দেখাচ্ছে ব্লকে
![মূল মার্কেটে নিষ্ক্রিয় বেক্সিমকো দাপট দেখাচ্ছে ব্লকে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4895/beximco-Limi.jpg)
ফ্লোর প্রাইসে নেমে আসার পর বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেনই হচ্ছে না মূল মার্কেটে। কিন্তু ব্লকে প্রায়ই কোম্পানিটির শেয়ারের বড় লেনদেন হতে দেখা গেছে। অর্থাৎ মূল মার্কেটে কোম্পানিটি নিষ্ক্রিয় থাকলেও ব্লকে লেনদেন হচ্ছে দাপটের সাথে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।জানা গেছে, সর্বশেষ ১৩ কাযদিবসে ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ারের বড় লেনদেন হতে দেখা গেছে। স্টকনাও সূত্র বলছে গত ১৩ কাযদিবসে ব্লক মার্কেটে কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৭০ কোটি ০৯ লাখ টাকার। যা মূল মার্কেটে তুলোনায় অনেক বেশি। মূল মার্কেটে কোম্পানিটির গেলো ১৩ কাযদিবসের মধ্যে সর্বোচ্চ ১২ কোটি টাকা পর্যন্ত লেনদেন হতে দেখা গেছে।অর্থাৎ মূল মার্কেটে কোম্পানিটির শেয়ারের তেমন চাহিদা না থকলেও ব্লক মার্কেটে ভালো চাহিদা তৈরী হয়েছে। ব্লকে লেনদেন করে কম দামে কোম্পানিটির শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের থেকে হাতিয়ে নিচ্ছে একটি পক্ষ। কারণ ব্লকে লেনদেন হচ্ছে মূল মার্কেটের তুলোনায় ১০ শতাংশ কম দরে। এতে করেসর্বশেষ কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইসে রেনদেন হয়েছে ১১৫ টাকা ৬০ পয়সায়।