মুনাফায় প্রবৃদ্ধিকে স্বাভাবিক বলছে পেপার প্রসেসিং

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় অর্জিত ২৪৪ শতাংশ বেশি মুনাফাকে স্বাভাবিক উল্লেখ করে ব্যাখ্যা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। সম্প্রতি কোম্পানিটির আর্থিক প্রতিবেদন নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে ডিএসইর চিঠির জবাবে গতকাল এ তথ্য জানিয়েছে কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, সম্প্রতি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিয়ে ‘নয় মাস কারখানা বন্ধ থাকার পরও মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি’ এ শিরোনামে একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হয়। এ প্রতিবেদনকে মিথ্যা, ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে কোম্পানিটি জানিয়েছে, তারা মূলত মুদ্রণ ও প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে ঢাকার ধামরাই, লক্ষ্মীবাজার, বাংলাবাজার, সুত্রাপুর এবং কোতোয়ালি এলাকায় অবস্থিত কারখানার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। এসব কারখানার মধ্যে ধামরাইয়ের কারখানা মেরামতের জন্য বন্ধ থাকলেও অন্যগুলো সচল ছিল। বর্তমানে ধামরাইয়ের কারখানাটাও পুরোপুরি সচল রয়েছে।কোম্পানিটি আরো জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ইসলামিক ফাউন্ডেশন, মাদরাসা শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসেস (পিবিএস) এবং আরো কিছু মূল্যবান ক্রেতা রয়েছে তাদের। বিশ্বজুড়ে করোনাভাইরাসের জন্য প্রায় দুই বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কোম্পানিটির ব্যবসা আগের বছর ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটি এ অবস্থান থেকে উত্তরণ করেছে। তাই সর্বশেষ হিসাব বছরে ব্যবসার পরিধি ১৪৪ শতাংশ বাড়ার পাশাপাশি কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ২৪৪ শতাংশ। এ মুনাফা কোম্পানির সর্বশেষ হিসাব বছরের ব্যবসা থেকেই এসেছে।