মুনাফার ৭৭ শতাংশই রেখে দেবে বিডি ল্যাম্পস

Date: 2022-10-19 03:00:11
মুনাফার ৭৭ শতাংশই রেখে দেবে বিডি ল্যাম্পস
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ল্যাম্পসের (বিডি ল্যাম্পস) পরিচালনা পর্ষদ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৭৭ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোম্পানিটির মুনাফা অনেক বেড়েছে বলে আর্থিক হিসাব প্রকাশ করলেও লভ্যাংশে সেভাবে উন্নতি হয়নি।বিডি ল্যাম্পসের ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৮.৭৮ টাকা হিসেবে ৮ কোটি ২৩ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২ টাকা করে মোট ১ কোটি ৮৭ লাখ টাকা বা মুনাফার ২৩% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৬ কোটি ৩৬ লাখ টাকা বা ৭৭% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে মধ্য থেকে ৭% বোনাস শেয়ার হিসাবে ৬৬ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ৫ কোটি ৭০ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।এর আগের বছর বিডি ল্যাম্পসের পর্ষদ ৪ কোটি ৭৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৫.১০ টাকা মুনাফার বিপরীতে ২০ শতাংশ হিসেবে ১ কোটি ৮৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। ওই বছর মুনাফার ৩৯% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হয়েছিল।এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ৭২% মুনাফা বেড়েছে। কিন্তু লভ্যাংশ সে তুলনায় বাড়েনি। এ কোম্পানিটির আগের বছরের ৫.১০ টাকার ইপিএস বেড়ে ২০২১-২২ অর্থবছরে হয়েছে ৮.৭৮ টাকা। অর্থাৎ ইপিএস বেড়েছে ৩.৬৮ টাকা বা ৭২%। কিন্ত এর বিপরীতে আগের বছরের ২০% লভ্যাংশ বেড়ে এ বছর করা হয়েছে ২৭%।উল্লেখ্য, ১৯৮১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিডি ল্যাম্পসের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯ কোটি ৪০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৮ অক্টোবর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৫৯.৬০ টাকায়।

Share this news