মুনাফা তুলেছেন বিনিয়োগকারীরা
দীর্ঘ মন্দা কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম তিন কাযদিবসই উর্ধ্বমুখি ছিল দেশের উভয় শেয়ারবাজার। সূচকের পাশাপাশি ক্রমাগত বেড়েছে লেনদেনের পরিমাণও। দীর্ঘদিন পর শেয়ারবাজারের এমন উত্থানে কিছুটা মুনাফা টেক করার সুযোগ হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলার করারর চাপে আজ সূচকের পাশাপাশি লেনদেনেও পতন হয়েছে।বিশ্লেষকরা বলছেন, অনেক দিন ধরেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হচ্ছে। কিন্তু চলতি সপ্তাহে টানা উত্থানের ফলে বিনিয়োগকারীদের কিছুটা মুনাফা তোলার সুযোগ হয়েছে। এতে করে বিনিয়োগকারীরা সেই মুনাফাটুকুন তুলছেন। যার ফলে আজ আবারও শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পতন হয়েছে।বুধবারের শেয়ারবাজার পর্যালোচনা:আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৬০.৭৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২.২৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.৪২ পয়েন্টে এবং দুই হাজার ২০৮.৯৬ পয়েন্টে।ডিএসইতে আজ ৪৩০ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ২১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ৪১ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, শেয়ার দর কমেছে ৭১টির এবং ২৪৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩.৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫৩.৫০ পয়েন্টে। সিএসইতে আজ ১৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৮টির দর বেড়েছে, কমেছে ৪৩টির আর ৭৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।