মুনাফা তোলার জেরে শীর্ষ তিন কোম্পানির দর সংশোধন
![মুনাফা তোলার জেরে শীর্ষ তিন কোম্পানির দর সংশোধন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6467/share-down.png)
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ এপ্রিল) ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূবক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে প্রায় ১১ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৩টির দর বেড়েছে, ৪৬টির কমেছে এবং ১৯৬টির দর অপরিবর্তিত রয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির শেয়ার দর বাড়লেও ৩টির দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, কয়েকদিন যাবত কোম্পানি ৩টির দর ইতিবাচক থাকায় আজ সংশোধন হয়েছে। বড় বিনিয়োগকারীরা কোম্পানি ৩টির শেয়ার আজ বিক্রি মুডে ছিলেন। শেয়ারগুলো থেকে তাদের মুনাফা তোলার জেরে তিন শেয়ারের দরই কমেছে।কোম্পানি ৩টি হলো-ইউনিক হোটেল, সী পার্ল হোটেল ও এডিএন টেলিকম লিমিটেড।কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেল ডিএসইর লেনদেন তালিকায় আজ ৭ম স্থানে ছিল। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬ লাখ ৬৬ হাজার ৬৫৬টি। যার বাজার মূল্য ২০ কোটি ২১ লাখ ৬ হাজার টাকা। শেয়ারটির আজ দর কমেছে ১ টাকা বা ১.৩২ শতাংশ। গত ২২ মার্চ শেয়ারটির দর ছিল ৬৫ টাকা ১০ পয়সা। ছয় কার্যদিবসের মাথায় আজ সংশোধনশেষে শেয়ারটির দর ক্লোজিং হয়েছে ৭৫ টাকায়।আজ ডিএসইর লেনদেন তালিকায় সী পার্ল হোটেল ছিল ৯ম স্থানে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৪৯৪টি। যার বাজার মূল্য ১৬ কোটি ২৪ লাখ ৯৪ হাজার টাকা। শেয়ারটির আজ দর কমেছে ৭ টাকা ৮০ পয়সা বা ২.৬৪ শতাংশ। গত ২৩ মার্চ শেয়ারটির দর ৩১৬ টাকা ৯০ পয়সায় উঠেছিল। তারপর থেকেই শেয়ারটি সংশোধনে রয়েছে।এডিএন টেলিকম আজ ডিএসইর লেনদেন তালিকায় ১০ম স্থানে। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ৭৩ হাজার ৬১৪টি। যার বাজার মূল্য ১৫ কোটি ৮০ লাখ ২২ হাজার টাকা। শেয়ারটির আজ দর কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ০.৮৬ শতাংশ। গত ২৯ মার্চ শেয়ারটির দর ১৬৪ টাকা ৭০ পয়সায় উঠেছিল। গত দুই দিনই শেয়ারটি সংশোধনে রয়েছে।