মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট

Date: 2022-10-18 23:00:17
মুনাফা থেকে লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) লোকসান হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা হয়েছিল কোম্পানিটির। সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৪ টাকা ২৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ৯ টাকা ৮৮ পয়সা। আর তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৬৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসান ছিল ১ টাকা ৯১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৯ টাকা ৭৩ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৬ টাকা ৪ পয়সায়।

Share this news