মুনাফা বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে ৯০ শতাংশ কোম্পানির

Date: 2023-02-12 00:00:19
মুনাফা বেড়েছে তথ্য প্রযুক্তি খাতে ৯০ শতাংশ কোম্পানির
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে (জুলাই-ডিসেম্বর’২২) দুই প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১০ কোম্পানি। এই ১০ কোম্পানির মধ্যে ৯টি বা ৯০ শতাংশ কোম্পানিরই বেড়েছে মুনাফা। একটি বা ১০ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে। একটি কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, মুনাফা বৃদ্ধি পাওয়া নয় কোম্পানির মধ্যে রয়েছে আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, ইনফর্মেশন টেকনোলজি, অগ্নি সিস্টেমস, ডেফোডিল কম্পিউটার, জেনেক্স ইনফোসিস, ই-জেনারেশন, ইনফর্মেশন সার্ভিসেস এবং বিডিকম অনলাইন লিমিটেড। কোম্পানিগুলোর সর্বোচ্চ ১৬১ শতাংশ থেকে সর্বনিন্ম ২.৬৬ শতাংশ পযন্ত মুনাফা বেড়েছে।বাজার পর্যালোচনা করে দেখা গেছে, তথ্য প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধির কারণে শেয়ারবাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ারে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। যার কারণে গেলো কয়েক সপ্তাহ এই খাত লেনধেনে নেতৃত্ব দিচ্ছে। এছাড়াও সপ্তাহিক রিটার্নেও তথ্য ও প্রযুক্তি খাত টানা তিন সপ্তাহ নেতৃত্ব দিয়েছে। লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা বেড়েছে আমরা নেটওয়ার্কের। দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯০ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ টাকা ৪৫ পয়সা বা ১৬১ শতাংশ। এডিএন টেলিকমের ইপিএস হয়েছে ২ টাকা ০১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ৭৮ পয়সা বা ৬৩.৪১ শতাংশ। ইনফরমেশন টেকনোলজির ইপিএস হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৪ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৫ পয়সা বা ২৯.৭৬ শতাংশ।এছাড়াও, অগ্নি সিস্টেমসের ইপিএস হয়েছে ৬৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ১২ পয়সা বা ২১.০৫ শতাংশ। ডেফোডিল কম্পিউটারসের ইপিএস হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৬ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫ পয়সা ১৩.৮৮ শতাংশ। জেনেক্স ইনফোসিসের ইপিএস হয়েছে ২ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৯ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ১২ পয়সা বা ৪.৮১ শতাংশ। ই-জেনারেশনের ইপিএস হয়েছে ৮০ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ৩ পয়সা বা ৩.৮৯ শতাংশ। ইনফর্মেশন সার্ভিসেসের ইপিএস হয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৬ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে এক পয়সা বা ৩.৮৪ শতাংশ। বিডিকম অনলাইনের ইপিএস হয়েছে ৭৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৫ পয়সা। কোম্পানিটির মুনাফা বেড়েছে ২ পয়সা বা ২.৬৬ শতাংশ।অন্যদিকে, তথ্য প্রযুক্তি খাতে মুনাফা কমা একমাত্র কোম্পানি আমরা টেকনোলজি লিমিটেড। কোম্পানিটির দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) ইপিএস হয়েছে ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। কোম্পানিটির মুনাফা কমেছে ৫৬ পয়সা বা ৫০.৯০ শতাংশ।আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা তথ্য প্রযুক্তি খাতের এমকামত্র কোম্পানি ইনটেক লিমিটেড।

Share this news