মুনাফা বেড়েছে বিএসসির

Date: 2023-05-25 06:00:56
মুনাফা বেড়েছে বিএসসির
চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড (বিএসসি)।প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২৩ সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার (২৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর তথ্য মতে, কোম্পানির সর্বশেষ পর্ষদ সভায় ২০২২-২৩ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর অনুমোদন করা হয়। আর্থিক প্রতিবেদন অনুসারে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩১ পয়সা।অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর শেয়ার পতি আয় ৭৭ পয়সা বেড়েছে।ADVERTISEMENTশুধু তৃতীয় প্রান্তিকেই নয়, গত তিন প্রান্তিকে জুলাই ২২-মার্চ ২৩ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১২ টাকা ৪৯ পয়সা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১১ টাকা ৫৯ পয়সা। অর্থাৎ ২০২১-২২ সালের তুলনায় ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে মুনাফা বেড়েছে ৯০ পয়সা।মুনাফা বাড়ায় কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৮ পয়সা। যা এর আগের বছর ছিল ১৭ টাকা ৭৬ পয়সা।১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। বুধবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ১৩৪ টাকা ১০ পয়সাতে। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৫কোটি ২৫ লাখ ৩৫ হাজার ৪০টি।

Share this news