মুনাফা বেড়েছে বেক্সিমকো লিমিটেড ও ফার্মার

Date: 2022-10-28 01:00:13
মুনাফা বেড়েছে বেক্সিমকো লিমিটেড ও ফার্মার
৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় নিট মুনাফা বেড়েছে পুঁঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। কোম্পানি দুটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো লিমিটেডের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৭৯ লাখ টাকা। আগের হিসাব বছরে এ মুনাফা ছিল ৬৬০ কোটি ৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৯৪ কোটি ৭২ লাখ টাকা বা ৯০ দশমিক ১০ শতাংশ। আলোচ্য হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।অন্যদিকে ২০২১-২২ হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫১৬ কোটি ১৩ লাখ টাকা। আগের হিসাব বছরে যা ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে ২১ কোটি ৭৯ লাখ টাকা বা ৪ দশমিক ৪১ শতাংশ। আলোচ্য হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি।

Share this news