মৌসুমী বিনিয়োগকারীদের নজর ২১ শেয়ারে

: শেয়ারবাজারে বিনিয়োগ করে কোন বিনিয়োগকারী ক্যাশ গেইনেই বেশি খুশি থাকেন। আবার কোন বিনিয়োগকারী আছেন ক্যাশ গেইনের পাশাপাশি ডিভিডেন্ডও ভোগ করতে পছন্দ করেন। আবার শুধু ডিভিডেন্ড প্রত্যাশিও কিছু বিনিয়োগকারী আছেন। সেই ডিভিডেন্ড প্রত্যাশি মৌসুমী বিনিয়োগকারীদের নজর এখন ২১টি কোম্পানির শেয়ারে। কারণ আগামী সপ্তাহে এই ২১টি কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।নিয়ন অনুযায়ী কোন বিনিয়োগকারী যদি ডিভিডেন্ড ভোগ করতে চায়, তাহলে সেই বিনিয়োগকারী রেকর্ড ডেটের দিন ওই শেয়ার নিজের রাখতে হবে। তাই রেকর্ড ডেট এগিয়ে আসায় এই ২১ কোম্পানির শেয়ারে বিশেষ নজর রয়েছে বিনিয়োগকারীদের। আর এক্ষেত্রে ডিভিডেন্ড প্রিয় বিনিয়োগকারীরা শেয়ারগুলোতে বেশি নজর দিয়েছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। আবার যারা ডিভিডেন্ড নিতে চান না, তারা শেয়ারগুলো ছেড়ে দিচ্ছেন। যে কারণে কোম্পানিগুলোর লেনদেনও বেড়েছে।৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা এই ২১টি কোম্পানির মধ্যে আগামী রোববার (৪ ডিসেম্বর) রেকর্ড ডেট রয়েছে ছয়টি কোম্পানির। এই ছয় কোম্পানির মধ্যে সালভো কেমিক্যালস ১০ শতাংশ ক্যাশ, ইউসুফ ফ্লাওয়ার ১০ শতাংশ ক্যাশ, ভিএএমএল বিডি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ ক্যাশ, ওরিয়ন ফার্মা ১০ শতাংশ ক্যাশ, ওরিয়ন ইনফিউশন ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক এবং হিমাদ্রি ১০ শতাংশ ক্যাশ।আগামী সোমবার (৫ ডিসেম্বর) রেকর্ড ডেট রয়েছে আটটি কোম্পানির। এই আট কোম্পানির মধ্যে আরডি ফুডস ৫ শতাংশ ক্যাশ, এস্কয়ার নিট ১০ শতাংশ ক্যাশ, সিলকো ফার্মা ৫ শতাংশ ক্যাশ, পদ্মা অয়েল ১২৫ শতাংশ ক্যাশ, কনফিডেন্স সিমেন্ট ৫ শতাংশ ক্যাশ ৫ শতাংশ স্টক, এলআর গ্লোবাল ফাস্ট মিউচুয়্যাল ফান্ড ৬ শতাংশ ক্যাশ, আরামিট লিমিটেড ৫০ ক্যাশ এবং আরামিট সেমিন্ট ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।আগামী মঙ্গলবার (৬ ডিসেম্বর) রেকর্ড ডেট রয়েছে দুইটি কোম্পানির। এই দুই কোম্পানির মধ্যে ম্যাকসন্স ১০ শতাংশ ক্যাশ এবং লাফার্জহোলসিম ১৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।আগামী বুধবার (৭ ডিসেম্বর) রেকর্ড ডেট রয়েছে দুইটি কোম্পানির। এই দুই কোম্পানির মধ্যে ইনফর্মেশন সার্ভিসেস ৩ শতাংশ ক্যাশ এবং সোনালী আঁশ ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রেকর্ড ডেট রয়েছে তিনটি কোম্পানির। এই তিন কোম্পানির মধ্যে ইস্টার্ণ ক্যাবলস ২ শতাংশ ক্যাশ, ফার্মা এইডস ৫০ শতাংশ ক্যাশ এবং ফু-ওয়াং সিরামিকস ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।