মোট লেনদেনের সিংহভাগই ১৫ কোম্পানির

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নামমাত্র উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের কর্মদিবস থেকে কম হয়েছে। এদিন ডিএসইতে যে পরিমাণ লেনদেন হয়েছে তার সিংহভাগই এসেছে ১৫ কোম্পানি থেকে।ডিএসইতে আজ ৩৯৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর ৫৫৬ কোটি ৮ লাখ টাকা লেনদেন হয়েছে। তবে মাত্র ১৫ কোম্পানির মাধ্যমে লেনদেন হয়েছে ২৬৪ কোটি টাকা বা ৪৭ শতাংশ।কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের। এই ব্যাংকের লেনদেন হয়েছে ৩৭ কোটি ৯৮ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের লেনদেন হয়েছে ৩১ কোটি ৩ লাখ টাকার। তৃতীয় সর্বোচ্চ ৩০ কোটি ৭৩ লাখ টাকার।এছাড়া অলিম্পিকের ২৯ কোটি ১ লাখ, ব্র্যাক ব্যাংকের ২০ কোটি ৫১ লাখ, ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৩৫ লাখ টাকার, ইউনইটেড কমার্শিয়াল ব্যাংকের ১৫ কেটি ৫৭ লাখ টাকার, বেক্সিমকো ফার্মার ১৫ কোটি ৫৪ লাখ টাকার, লাভেলোর ১০ কোটি ৮৮ লাখ টাকার, এনআরবি ব্যাংকের ১০ কোটি ৭৪ লাখ টাকার।আর সিটি ব্যাংকের ১০ কোটি ৬১ লাখ টাকার, রবির ৯ কোটি ৮১ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ৮ কোটি ৭৮ লাখ টাকার, আইএফআইসির ৮ কোটি ৬৩ লাখ টাকার এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ৭ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।