মোট লেনদেনের ৭ শতাংশের বেশি বেক্সিমকোর দখলে

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৯ হাজার ৯১ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪ দশমিক ২০ শতাংশ বা ৩ হাজার ১০৮ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল দশ কোম্পানির দখলে। এ দশ কোম্পানির মধ্যে ৭ শতাংশের বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮১৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ৬৬৩ কোটি ২০ লাখ ১ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৭ দশমিক ২৯ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ।লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫৯৫ কোটি ৫০ লাখ ৬৮ হাজার টাকার ৫ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। সাপ্তাহিক মোট লেনদেনের ৬ দশমিক ৫৫ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ১৩ শতাংশ।গত সপ্তাহে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা। সাপ্তাহিক মোট লেনদেনের ৪ দশমিক শূন্য ২ শতাংশ ছিল কোম্পানিটির দখলে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৯৪ শতাংশ।গত সপ্তাহের সর্বোচ্চ লেনদেনের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারদর ৯ দশমিক ৪৫ শতাংশ বাড়ার পাশাপাশি সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ২৪ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৯৪ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার ৩ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৭০৬টি শেয়ার লেনদেন হয়েছে।তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ১০ দশমিক ৫১ শতাংশ বাড়ার পাশাপাশি মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ৬৮ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৪৩ কোটি ৫১ লাখ ৪১ হাজার টাকার ২ কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৫১০টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রতিষ্ঠানটির ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকার ২ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৬০৮টি শেয়ার লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে মোট লেনদেনের ২ দশমিক ৫৭ শতাংশ ছিল প্রতিষ্ঠানটির দখলে। তবে এ সময় কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৭৪ শতাংশ।তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারদর ৯ দশমিক ৭৯ শতাংশ কমলেও সাপ্তাহিক মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ২ দশমিক ১৫ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৯৫ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ২৭৩টি শেয়ার লেনদেন হয়েছে।