মোদির জয়ের সম্ভাবনায় রেকর্ড গড়েছে সেনসেক্স

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার আবারও ক্ষমতায় ফিরছে। সম্প্রতি বিভিন্ন বুথফেরত জরিপ এমন পূর্বাভাসই দিয়েছে। আর এমন খবরে তুমুল চাঙ্গা দেশটির পুঁজিবাজার। নির্বাচন পরবর্তী প্রথম কার্যদিবসে (৩ জুন) ভারতের দুই স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচকের নতুন রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক এসঅ্যান্ডপি বিএসই সেনসেক্স ৭৬ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। একদিনে এই সূচক আড়াই হাজার পয়েন্ট বেড়েছে, বৃদ্ধির হার তিন শতাংশের বেশি।খবর টাইমস অব ইন্ডিয়া, বিজনেস স্ট্যান্ডার্ড ও লাইভ মিন্ট এর।কত কয়েকদিনে ভারতের জাতীয় নির্বাচনের ফলাফলকেন্দ্রীক অনিশ্চয়তা ছিল দেশটির পুঁজিবাজারে। নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির পরিবর্তে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে পারে- এমন সম্ভাবনা তৈরি হওয়ায় তার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। বেশ কয়েকটি দলের এনডিএ জোট ক্ষমতায় এলে দৃঢ়ভাবে সরকার পরিচালনা করতে পারবে কিনা, আর্থিক নীতিমালায় পরিবর্তন আসে কিনা ইত্যাদি নিয়ে অনিশ্চয়তার মুখে অনেক বিনিয়োগকারী কিছুটা সাইডলাইনে সরে যান। কিন্তু শুক্রবার শেষ ধাপের ভোটগ্রহণের পর বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপের ফল প্রকাশ করা হয়। আর সব জরিপেরই ফলাফল বলছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তাতে বিনিয়োগকারীরা উজ্জীবিত হয়ে উঠে। আর এর প্রভাবে তেজি হয়েোঠে দেশটির পুঁজিবাজার।LankaBangla securites single pageভারতের পুঁজিবাজার বিশ্লেষণ করে দেখা যায়, আজ সকাল ৯ টা ১৫ মিনিটে সেনসেক্স ১ হাজার ৯৫৯ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পায়। এর ফলে সূচকটি বেড়ে দাঁড়িয়েছিলো ৭৫ হাহজার ৯২০ পয়েন্টে। এরপর আর কমতে দেখা যায়নি সূচকটি। এরপর ৩টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে সেনসেক্স বেড়েছে ২ হাজার ৫০৭ পয়েন্ট বা ৩ দশমিক ৩৯ শতাংশ। এতে সূচকটি রেকর্ড ৭৬ হাজার ৪৬৮ পয়েন্টে উঠেছে।এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ আজ ৭৩৩ পয়েন্ট বা ৩ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ২৩ হাজার ২৬৩ পয়েন্টে।এদিন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের শেয়ারদর সবেচেয়ে বেশি বেড়েছে। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩৯২ রুপিতে দাঁড়িয়েছে।দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটির শেয়ারদর ৯ দশমিক ১১ শতাংশ বেড়ে ১৭৫ রুপিতে উঠেছে।শেয়ারদর ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থান দখল করেছে পাওয়ার গ্রীড। এর ফলে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ৩৩৭ রুপিতে।ভারতের পুঁজিবাজারের রেকর্ড উত্থানের দিনে সবচেয়ে বেশি দাম কমেছে সান ফার্মার। কোম্পানিটির শেয়ারদর দশমিক ৩৫ শতাংশ কমে ১ হাজার ৪৫৫ রুপিতে দাঁড়িয়েছে।দর কমার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এইচসিএল টেকনোলোজিস। এ কোম্পানিটির শেয়ার দর কমেছে দশমিক ২১ শতাংশ। এছাড়া দশমিক ১২ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়ান পেইন্টস।এদিন ব্যাংক নিফটি সূচক ১ হাজার ৯৯৬ পয়েন্ট বা ৪ দশমিক ০৭ শতাংশ বেড়েছে। এর ফলে সূচকটি বেড়েছে ৫১ হাজার ১০৬ পয়েন্টে উঠেছে।তথ্য বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক অব বরোদা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের শেয়ারদর এদিন বেড়েছে। আলোচ্য ব্যাংকগুলোর শেয়ারে ভর করে ব্যাংক নিফটি সূচকটি রেকর্ড ৫১ হাজার ১০৬ পয়েন্ট ছুঁয়েছে।গত শনিবার (১ জুন) সন্ধ্যায় বিভিন্ন বুথফেরত জরিপের পূর্বাভাস অনুযায়ী, মোদির দল ক্ষমতাসীন বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার জয় পেতে যাচ্ছে। অর্থাৎ মোদি টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে হচ্ছে।জরিপের তথ্য আরও বলছে, বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশটির সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন বিরোধী জোটকে আরও ধসিয়ে দিয়েছে বিজেপি।সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয় গত ১৯ এপ্রিল। শেষ হয় গতকাল শনিবার। ভোট গণনা ৪ জুন। ভোট গণনা শেষেই পাওয়া যাবে আনুষ্ঠানিক ফলাফল। তবে ভোট গণনার একদিন আগেই ভারতের পুঁজিবাজার চমক দেখতে পেলো। কারণ রেকর্ড উচ্চতায় উঠেছে দেশটির পুঁজিবাজার। আর এজন্য আবারও নতুন করে আলোচনায় মোদির দল ক্ষমতাসীন বিজেপি।আগে থেকেই দেশটির নির্বাচন নিয়ে পুঁজিবাজার বিনিয়োগকারীদের মধ্যে ছিলো নানা আলোচনা। অধিকাংশ বিনিয়োগকারীরা মনে করছেন, মোদি আবার ক্ষমতায় আসলে অর্থনীতি স্থিতিশীল থাকবে। এরফলে পুঁজিবাজার থেকেও অধিক লাভ করা সম্ভব হবে। দেশটির পুঁজিবাজারে বিনিয়োগকারীদের এমন মনোভাবের প্রভাবই পড়তে শুরু করেছে বলে মনে বিশেষজ্ঞরা।