মঙ্গলবার স্পটে লেনদেনে যাচ্ছে ১৯ কোম্পানি
: শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৯ কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার (১৫ আগস্ট) থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হলো : জাহিনটেক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, এমএল ডাইং, এমজেএলবিডি, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার, ইভিন্স টেক্সটাইল, ডেসকো, তুংহাই নিটিং এবং সাভার রিফ্রাক্টরিজ।জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে জাহিনটেক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, এমএল ডাইং, এমজেএলবিডি, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার, ইভিন্স টেক্সটাইল ও ডেসকো ১৫ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আর তুংহাই নিটিং ও সাভার রিফ্রাক্টরিজের শেয়ার লেনদেন ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত স্পট মার্কেটে হবে।স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আগামী ১৭ নভেম্বর জাহিনটেক্স, ভিএফএস থ্রেড ডাইং, সোনালী পেপার, সী পার্ল, সায়হাম টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, রংপুর ফাউন্ড্রি, ন্যাশনাল টি, ন্যাশনাল পলিমার, এমএল ডাইং, এমজেএলবিডি, জিকিউ বলপেন, ফাইন ফুডস, ফার কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার, ইভিন্স টেক্সটাইল ও ডেসকোর ও ২০ নভেম্বর তুংহাই নিটিং ও সাভার রিফ্রাক্টরিজের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।