মন্দায় চোখ রাঙ্গাচ্ছে ঝুঁকিপূর্ণ শেয়ার

Date: 2023-03-27 18:00:26
মন্দায় চোখ রাঙ্গাচ্ছে ঝুঁকিপূর্ণ শেয়ার
শেয়ারবাজারে যখনই মন্দাভাব বিরাজ করে, তখনই ঝুঁকিপূর্ণ শেয়ার নিয়ে মাতামাতি শুরু করে একটি দুষ্টু চক্র। দুর্বল মৌলের স্বল্প মূলধনী ওইসব কোম্পানির শেয়ার নিয়ে তারা বিনিয়োগকারীদের বিপদে ফেলার খেলায় মেতে উঠে।তেমনি এবার দুষ্ট চক্রটি খেলায় মেতেছে লোকসানি ও ডিভিডেন্ড না দেওয়া লিগ্যাছি ফুটওয়ারের শেয়ার নিয়ে। কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই মাত্র ৫ দিনে কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৩০ পয়সা থেকে ৬১ টাকা ৮০ পয়সায় তুলেছে। এরমধ্যে আজ (সোমবার) সহ একাধিক কার্যদিবসে কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ দরে বিক্রেতা সংকটে থেকেছে।বাজার বিশ্লেষকরা সাধারণ বিনিয়োগকারীদের কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।তথ্য বিশ্লেষণে দেখা যায়, কোম্পানিটি সর্বশেষ অর্থবছরে অর্থাৎ ২০২২ সালে বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আগের বছর ২০২১ সালে কোনো রকমে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। যা আগের বছর শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪০ পয়সা।চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ১১ পয়সা।সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ি কোম্পানিটির ক্যাশ ফ্লো নেগেটিভ শেয়ারপ্রতি ২১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য কমে দাঁড়িয়েছে ৯ টাকা ৪ পয়সায়। যা আগের বছর ছিল ৮ টাকা ৮৩ পয়সা।এমন দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার নিয়ে দুষ্ট চক্রটি মাতামাতি শুরু করেছে। দিনের পর দিন বিক্রেতা সংকটে ফেলে হল্টেড করে দিচ্ছে। যেখানে মন্দার থাবায় মৌলভিত্তির বিনিয়োগ উপযোগি বহু শেয়ার ক্রেতা সংকটে ধুকছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ মার্চ শেয়ারটির দর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। আজ (সোমবার) লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। এই ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৯ টাকা ৫০ পয়সা বা ৪৬.০৯ শতাংশ।শেয়ারটির অস্বাভাবিক দর বৃদ্ধির বিষয়ে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, অস্বাভাবিক এই দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রেক্ষিতে শেয়ারটিতে বিনিয়োগের বিষয়ে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কঠোর সতর্কতা জারি করেছে।

Share this news