মন্দার মধ্যেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৩ কোম্পানি

Date: 2023-03-27 18:00:27
মন্দার মধ্যেও ফ্লোর প্রাইস ভেঙ্গেছে ৩ কোম্পানি
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৭ মার্চ) শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন ২৮টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর কমেছে ৭২টির। অপরিবর্তিত রয়েছে ১৮৭টির। যেগুলোর মধ্যে সিংহভাগ কোম্পানির শেয়ারই ফ্লোর প্রাইসের ঘরে আবদ্ধ।আজ মন্দার মধ্যেও ৩টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন করেছে। কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ট্যানারি, রিলায়েন্স ইন্সুরেন্স ও স্টাইলক্রাপ্ট। স্টকনাও সূত্রে এই তথ্য জানা গেছে।কোম্পানি ৩টির মধ্যে অ্যাপেক্স ট্যানারির দর বেড়েছে ১০ পয়সা, রিলায়েন্স ইন্সুরেন্সের দর বেড়েছে ২০ পয়সা এবং স্টাইলক্রাপ্টের দর বেড়েছে ১০ পয়সা।। কোম্পানিগুলো দীর্ঘদিন যাবত ফ্লোর প্রাইসের গন্ডিতে বন্দী ছিল।কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ট্যানারির শেয়ার লেনদেন হয়েছে ৭ হাজার ৩৬৩টি, রিলায়েন্স ইন্সুরেন্সের ১ হাজার ২৬৩টি এবং স্টাইলক্রাপ্টের ৭৫ হাজার ১৪৯টি শেয়ার।

Share this news