মন্দা বাজারের ভরসা জেড গ্রপের শেয়ার
![মন্দা বাজারের ভরসা জেড গ্রপের শেয়ার](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/6092/Z-Catagory.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ক্যাটাগরীর কোম্পানিগুলোর শেয়ার আবারও বাজারের নেতৃত্বে এসেছে। মন্দা বাজারে এখন বিনিয়োগকারীদের জন্য ভরসা যেন জেড গ্রুপের শেয়ারই। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ মার্চ) শেয়ারদর বৃদ্ধির শীর্ষ দশে উঠে এসেছে তিন জেড গ্রুপের কোম্পানি। এই কোম্পানিগুলো থেকেই এখন বিনিয়োগকারীরা কিছুটা মুনাফা তুলতে পারছে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, জেড গ্রুপের এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ইমাম বাটন, শ্যামপুর সুগার এবং জুট স্পিনার্স লিমিটেড। আজ কোম্পানিগুলো সর্বোচ্চ ৭ শতাংশ থেকে সর্বন্নিম ২.৮৮ শতাংশ রিটার্ণ দিয়েছে।জানা গেছে, আজ ‘জেড’ক্যাটাগরীর এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ইমাম বাটন লিমিটেডের। আজ দিনের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৮২ টাকা ৯০ পয়সা। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮৮ টাকা ৭০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৮০ পয়সা বা ৭ শতাংশ।শ্যামপুর সুগারের আজ শেয়ারদর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ৬.৪৬ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৮ টাকা ৩০ পয়সা। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ টাকায়।জুট স্পিনার্সের আজ শেয়ারদর বেড়েছে ৬ টাকা ৮০ পয়সা বা ২.৮৮ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৩৫ টাকা ৯০ পয়সা। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৪২ টাকা ৭০ পয়সায়।