মন্দা বাজারেও দাপটে ১২ জেড গ্রুপের শেয়ার

Date: 2023-01-01 04:00:11
মন্দা বাজারেও দাপটে ১২ জেড গ্রুপের শেয়ার
ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি। এর বাইরে নেই বাংলাদেশের শেয়ারবাজার। মন্দা শেয়ারবাজারে যেখানে দিশেহারা বিনিয়োগকারীরা, পতন অব্যাহত ভালো ভালো ফান্ডামেন্টাল কোম্পানিসহ বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার দরে। ঠিক সে সময়েও দাপট দেখিয়ে চলেছে জেড গ্রুপের বেশ কয়েকটি কোম্পানি।বর্তমানে শেয়ারবাজারের জেড গ্রুপের কোম্পানির সংখ্যা ২৩টি। এই ২৩টি কোম্পানির মধ্যে ১২টি কোম্পানির শেয়ারদর রয়েছে ফেসভ্যালুর অনেক উপরে। আর ফেস ভ্যালুর নিচে রয়েছে ১০টি কোম্পানির শেয়ার। একটি কোম্পানির শেয়ার ফেসভ্যালুর আশেপাশে রয়েছে।জেড গ্রুপে থাকা সত্বেও ফেসভ্যালুর উপরে লেনদেন হওয়া এই ১২টি কোম্পানির মধ্যে রয়েছে বিডি ওয়েল্ডিং, দুলামিয়া কটন, এমারেল্ড অয়েল, ইমাম বাটন, জুট স্পিনার্স, মেঘনা মিল্ক, মেঘনা পেট, মিথুন নিটিং, সাভার রিফ্যাক্টরীজ, শ্যামপুর সুগার, উসমানিয়া গ্লাস ও জিল বাংলা সুগার মিলস লিমিটেড।এই ১২টি কোম্পানির মধ্যে বিডি ওয়েল্ডিং, এমারেল্ড অয়েল, জুট স্পিনার্স এবং ইমাম বাটনের শেয়ারদর নিয়ে বাজারে কারসাজির খবর রয়েছে। কোম্পানিগুলোর শেয়ারদর অতি মাত্রায় বৃদ্ধির ফলে ডিএসই থেকে কোম্পানিগুলোর কাছে তথ্য জানতে চাওয়া হয়েছে। কোনো প্রকার প্রাইস সেন্সেটিভ ইনফর্মেশন তথ্য রয়েছে কি না। কোম্পানিগুলো থেকে ডিএসইকে জানানো হয়েছে প্রাইস সেন্সেটিভ কোন তথ্য কোম্পানিগুলোর কাছে নেই। তবুও কোম্পানিগুলোর শেয়ার দর অস্বাভাবিভাবে বৃদ্ধি পেয়েছে।আর ফেসভ্যালুর নিচে লেনদনে হওয়া ১০টি কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফ্যামিলি টেক্সটাইল, ফার্স্ট ফাইন্যান্স, জেনারেশন নেক্সট, আইসিবি ইসলামি ব্যাংক, আরএন স্পিনিং, তুংহাই নিটিং, তাল্লু স্পিনিং, বেক্সিমকো সিনথেটিক্স এবং ফারইস্ট ফাইন্যান্স লিমিটেড।আর ফেসভ্যালুর কাছাকোছি শেয়ারদর রয়েছে সিঅ্যান্ডএ টেক্সটাইল।

Share this news