মন্দা বাজারে হল্টেড চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ দিন লেনদেনের শেষ বেলায় বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, টানা চার কার্যদিবস ধরে বিক্রেতা সংকটে রয়েছে কোম্পানিটি। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা। কোম্পানির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়। এ হিসেবে আজ কোম্পানিটির শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়েছে।তাছাড়া সারাদিনে কোম্পানিটি ৫০ হাজার ৮১৮ বারে ৩২ লাখ ৪৫ হাজার ৪৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২১ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা।