মিথুন নিটিংয়ের তথ্য জানাতে বেপজাকে বিএসইসির চিঠি

Date: 2022-09-15 13:29:51
মিথুন নিটিংয়ের তথ্য জানাতে বেপজাকে বিএসইসির চিঠি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কাছ থেকে মিথুন নিটিংয়ের হালনাগাদ তথ্য জানতে চেয়ে বেপজার নির্বাহী পরিচালক বরাবর চিঠি পাঠিয়েছে বিএসইসি।চিঠিতে বিএসইসি বলেছে, মিথুন নিটিংয়ের পরিশোধিত মূলধনের ৮২.৮০ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের স্বার্থে গত ২৩ আগস্ট বিএসইসির সঙ্গে মিথুন নিটিংয়ের পরিচালনা পর্ষদ এবং বেপজার প্রতিনিধির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, বেপজার প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বৈঠকটি বাতিল করা হয়। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার স্বার্থে কোম্পানির হালনাগাদ তথ্য জানাতে অনুরোধ করা হলো।ব্যবসায় মন্দা পরিস্থিতিতে পড়ে বিদ্যুৎ ও গ্যাস বিল, প্লটের লিজসহ নানা বকেয়া জমে যায় মিথুন নিটিংয়ের। বকেয়া আদায়ে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) পুরনো কারখানার যন্ত্রপাতি ও অন্যান্য সম্পদ নিলামে বিক্রি করেছে দিয়েছে বেপজা। এদিকে, উৎপাদন বন্ধের খবর দীর্ঘদিন গোপন রেখে বেপজার নিলামের সময় তা প্রকাশ করেছে মিথুন নিটিং কর্তৃপক্ষ। এতে করে অনেক ক্ষতির মুখে পড়েছে বিনিয়োগকারীরা।বিনিয়োগকারীদের এমন ক্ষতি থেকে পরিত্রানের লক্ষ্যে আর্থিক সংকটসহ নানা কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক কোম্পানিকেই বর্তমান কমিশন সচল করার জন্য কাজ করে যাচ্ছে। ইত্যেমধ্যে কিছু কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে। কোম্পানিগুলো সচল হলে বিনিয়োগকারীরা বিনিয়োগ ফিরে পেতে পারেন। এর ধারাবাহিকতায় মিথুন নিটিং নিয়েও কাজ করছে বিএসইসি। কোম্পানির সঙ্গে জড়িত ব্যক্তি, প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য-উপাত্ত নিচ্ছে কমিশন।

Share this news