মিশ্র প্রতিক্রিয়া চলছে শেয়ারবাজারের লেনদেন

ঈদের আগে শেষ কর্মদিবস মঙ্গলবার (৯ এপ্রিল ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০০ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।এই সময়ে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০.৯১ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ২.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৮০ ও ২০৩০ পয়েন্টে।আলোচ্য সময়ে ডিএইতে লেনদেন হয়েছে ২০০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ারের।