মিরাকল ইন্ডাস্ট্রিজের দুই পরিচালকের শেয়ার বিক্রির সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী এবং রফিকুল মোর্শেদ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, এই দুইজন উদ্যোক্তার মধ্যে ওয়াহিদুজ্জামান চৌধুরীর কাছে কোম্পানির ১১ লাখ ২৪ হাজার ৪৩ টি শেয়ারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।অন্যদিকে, কোম্পানিটির আরেক পরিচালক রফিকুল মোর্শেদ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) এর মাধ্রেমে কোম্পানির ৭ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই পরিচালকরা।