মেট্রো স্পিনিংয়ের লভ্যাংশ অনুমোদন
![মেট্রো স্পিনিংয়ের লভ্যাংশ অনুমোদন](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/3975/Metro-Spinn.jpg)
মেট্রো স্পিনিং লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২১-২২ অর্থ বছরে ৩ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০২১-২২ অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।বুধবার (২৮ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার অনলাইনে সংযুক্ত ছিলেন। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। ৫ শতাংশ স্টক লভ্যাংশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমশিন থেকে অনুমতি পাওয়া সাপেক্ষে প্রদান করা হবে ।