মেঘনা লাইফের ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন

Date: 2023-06-23 17:00:06
মেঘনা লাইফের ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন
তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে প্রায় ১০৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ভিত্তিতে আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেন তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে শেয়ারদর প্রায় ২ শতাংশ বেড়েছে কোম্পানিটির। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুসারে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মোট ৯৯ লাখ ৭০ হাজার ১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১০৫ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা। আলোচ্য সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৩ দশমিক ৫৭ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর ৯৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১০১ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ১ দশমিক ৮১ শতাংশ। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তবে এ সময়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) গণনা না করায় তা প্রকাশ করা হয়নি। আলোচ্য হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ঋণাত্মক ৩০ টাকা ২৩ পয়সা। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সর্বমোট ৩০ শতাংশ লভ্যাংশ দেয় কোম্পানিটি। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। এর আগে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল মেঘনা লাইফ। ২০১৮ ও ২০১৭ হিসাব বছরের জন্যও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।২০০৫ সালে তালিকাভুক্ত মেঘনা লাইফের অনুমোদিত মূলধন ৬০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ৫ হাজার ২১৮। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৪, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার রয়েছে।ডিএসইতে গত বৃহস্পতিবার মেঘনা লাইফের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০১ টাকা ৩০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬১ টাকা ২০ পয়সা ও ১৩৮ টাকা ২০ পয়সা।

Share this news