মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি

Date: 2022-09-11 01:25:50
মা‌র্কেট মুভা‌রে নতুন দুই কোম্পা‌নি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে শাইনপুকুর সিরা‌মিকস এবং এ‌সিআই ফর্মু‌লেশন লি‌মি‌টেড। আজ মার্কেট মুভারে উঠে আসা দুই কোম্পানিরই শেয়ারদর বে‌ড়ে‌ছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।শাইনপুকুর সিরা‌মিকস: আজ শাইনপুকুর সিরা‌মিকসের শেয়ার লেনদেন হয়েছে ১ কো‌টি ৩৫ লাখ ৩০ হাজার ৩৬২টি। যার বাজার মুল্য ছিলো ৬৬ কোটি ৭২ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের তৃতীয় স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়ে‌ছে ৪ টাকা ৫০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৫ টাকা ৩০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৫০ টাকা ৩০ পয়সায়।এ‌সিআই ফর্মু‌লেশন: আজ এ‌সিআই ফর্মু‌লেশ‌নের শেয়ার লেনদেন হয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ২৭টি। যার বাজার মুল্য ছিলো ৩৬ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়েছে ৯ টাকা বা ৪.৯০ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ১৮৩ টাকা ৭০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ১৯২ টাকা ৭০ পয়সায়। ‌

Share this news