মা‌র্কেট মুভা‌রে নতুন চার কোম্পা‌নি

Date: 2022-09-29 07:00:14
মা‌র্কেট মুভা‌রে নতুন চার কোম্পা‌নি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্প‌তিবার মার্কেট লিডার বা ভলিউম লিডারে নতুন করে উঠে এসেছে বি‌ডিকম, মুন্নু স্পুল, বসুন্ধরা পেপার এবং এ‌ডিএন টে‌লিকম লি‌মি‌টেড। আজ মার্কেট মুভারে উঠে আসা চার কোম্পানির ম‌ধ্যে তিন‌টির শেয়ারদর বাড়‌লেও ক‌মে‌ছে এক‌টির। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।বি‌ডিকম: আজ বি‌ডিক‌মের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ লাখ ৫২ হাজার ৮৩৯টি। যার বাজার মুল্য ছিলো ২৮ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৭ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর ক‌মে‌ছে ৪ টাকা ৮০ পয়সা বা ৭.২৬ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৬ টাকা ১০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৬১ টাকা ৩০ পয়সায়।মুন্নু স্পুল: আজ মুন্নু স্পু‌লের শেয়ার লেনদেন হয়েছে ১১ লাখ ২৫ হাজার ৪৩৫টি। যার বাজার মুল্য ছিলো ২৫ কোটি ০১ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৮ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা ২৯.২৩ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২৯২ টাকা ৯০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ২৩০ টাকায়।বসুন্ধরা পেপার: আজ বসুন্ধরা পেপা‌রের শেয়ার লেনদেন হয়েছে ২৮ লাখ ০২ হাজার ৭১৭টি। যার বাজার মুল্য ছিলো ২৪ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের ৯ম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ৪.৬৪ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৪ টাকা ১০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৮৮ টাকায়।এ‌ডিএন টে‌লিকম: আজ এ‌ডিএন টে‌লিক‌মের শেয়ার লেনদেন হয়েছে ২৮ লাখ ৯২ হাজার ৮৬৩টি। যার বাজার মুল্য ছিলো ২৪ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানিটি ডিএসইর মার্কেট লিডারের দশম স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির দর বে‌ড়েছে ১ টাকা ৯০ বা ২.২৯ শতাংশ। আগেরদিন কোম্পানিটির শেয়ারদর ছিল ৮২ টাকা ৯০ পয়সায়। আজ ক্লোজিং দর হয়েছে ৮৪ টাকা ৮০ পয়সায়।

Share this news