মার্চের মধ্যে বন্ড যাচ্ছে এক্সপ্রোজার লিমিটের বাহিরে
![মার্চের মধ্যে বন্ড যাচ্ছে এক্সপ্রোজার লিমিটের বাহিরে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5654/chairmanbsec.jpg)
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম বলেছেন, মার্চের মধ্যে বন্ড এক্সোপ্রোজার লিমিটের বাহিরে যাচ্ছে। এতে করে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি পাবে। যার মাধ্যমে শেয়ারবাজার অনেক বড় হবে।আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ট্রাস্ট রিজিওনাল ইক্যুইটি লিমিটেডের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা অ্যাসেট ম্যানেজম্যান্টের সিইও আরিফ খান।বিএসইসি চেয়ারম্যান বলেন, বন্ডকে এক্সপোজার লিমিটের বাহিরে নেওয়ার জন্য ইতোমধ্যে ফাইল আইন মন্ত্রনালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। আইন মন্ত্রণালয়ে এক্সপ্রোজার লিমিটের বিষয়টি পাশ হলে তা ক্যাবিনেট উঠানো হবে। আশা করছি আগামী মার্চের মধ্যেই বন্ড এক্সপ্রোজার লিমিটের বাহিরে থাকবে।