লোকসানের মুখ দেখল ফার্মা এইডস
![লোকসানের মুখ দেখল ফার্মা এইডস](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/4635/Pharma-Aids.jpg)
আগের বছর একই সময়ে মুনাফা হলেও চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর- ডিসেম্বর’২২) শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা এইডসের লোকসান হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৭৬) টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৫.৫৩ টাকা।এই লোকসানের কারনে কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) মুনাফা কমে এসেছে। কোম্পানিটির ১ম প্রান্তিকে ইপিএস ১.৯৯ টাকা হলেও তা এখন ৬ মাসে কমে এসেছে ১.২৩ টাকায়। তবে আগের অর্থবছরের একইসময়ে ইপিএস হয়েছিল ১০.৬৯ টাকা।ব্যবসায় এই অবনমনের কারন হিসেবে ফার্মা এইডস কর্তৃপক্ষ জানিয়েছেন, বিক্রি হ্রাস, বিক্রিত পণ্য উৎপাদনে ব্যয় বৃদ্ধি, গ্যাস খরচ বৃদ্ধি, আয়কর ব্যয় বৃদ্ধি ও জ্বালানি খরচ বৃদ্ধি।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪.৭৩ টাকায়।