লোকসানে নেমেছে ৩৫ শতাংশ কোম্পানি
![লোকসানে নেমেছে ৩৫ শতাংশ কোম্পানি](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5085/Profit-and-loss-Businesshour24.com_.jpg)
বুধবার (০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে চলতি অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর ২২) আর্থিক হিসাব প্রকাশ করা কোম্পানিগুলোর মধ্যে অর্ধেকের ব্যবসায় পতন হয়েছে। এরমধ্যে ৩৫ শতাংশ কোম্পানি মুনাফা থেকে লোকসানে নেমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এদিন আর্থিক হিসাব প্রকাশ করা ২৬টি কোম্পানির মধ্যে ১২টির বা ৪৬.১৫ শতাংশ কোম্পানির প্রথমার্ধে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে (এরমধ্যে ১টি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে)। এছাড়া ১৩টি বা ৫০ শতাংশ কোম্পানির মুনাফা কমেছে (এরমধ্যে ৯টি মুনাফা থেকে লোকসানে নেমেছে) এবং বাকি ১টি ৩.৮৫ শতাংশ কোম্পানির লোকসান কমেছে।ওই ২৬টি কোম্পানির মধ্যে ১০টি বা ৩৮.৪৬ শতাংশ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে লোকসান হয়েছে।