লোকসানে ইসলামী ব্যাংক

Date: 2024-10-30 17:00:11
লোকসানে ইসলামী ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি বিশাল লোকসান দিয়েছে। তবে আগের দুই প্রান্তিকে ভাল মুনাফা করায় তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে ব্যাংকটি মুনাফাতেই আছে। তৃতীয় প্রান্তিকে এককভাবে ব্যাংকটির লোকসান হয়েছে ৯৪ কোটি ৯৮ লাখ টাকা আর সমন্বিতভাবে (সহযোগী কোম্পানির আয়/লোকসানসহ) লোকসান হয়েছে ৮৮ কোটি ৫৪ লাখ টাকা।ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) সমন্বিতভাবে ব্যাংকটি শেয়ার প্রতি ৫৫ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৯ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪৫ টাকা ৩৭ পয়সা।

Share this news