লোকসান থেকে মুনাফায় ফিরেছে হাইডেলবার্গ সিমেন্ট

Date: 2023-10-25 21:00:09
লোকসান থেকে মুনাফায় ফিরেছে হাইডেলবার্গ সিমেন্ট
লোকসান থেকে মুনাফায় ফিরছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠান হাইডেলবাগ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।বুধবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর তথ্য মতে, ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৮ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬৪ পয়সা। অর্থাৎ প্রতিষ্ঠানটির বড় লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে।তৃতীয় প্রান্তিকে মুনাফা বাড়ার চলতি বছরের ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৪ টাকা ২৭ পয়সা। অর্থাৎ তিন প্রান্তিক মিলেও লোকসান থেকে মুনাফায় ফিরেছে কোম্পানিটি।মুনাফায় ফেরা কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ০১ পয়সা। যা ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ছিল ৬০ টাকা ০৭ পয়সা।১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার বুধবার সর্বশেষ লেনদেন হয়েছে ২৪১ টাকা ১০ পয়সাতে। কোম্পানিটি ২০২২ সালে তার ৫ কোটি ৬৫ লাখ ০৩ হাজার ৫৯০টি শেয়ারধারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

Share this news