লোকসান থেকে বেরোতে পারেনি পেনিনসুলা
চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে (অক্টোবর- ডিসেম্বর’২২) মুনাফা সত্ত্বেও ৬ মাসের ব্যবসায় (জুলাই-ডিসেম্বর’২২) লোকসান থেকে বেরোতে পারেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৮ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৩৩ টাকা। এ হিসাবে মুনাফা কমেছে ০.২৫ টাকা বা ৭৬ শতাংশ।২য় প্রান্তিকে মুনাফার পরেও কোম্পানিটি ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) লোকসান থেকে বেরিয়ে আসতে পারেনি। কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.২৫ টাকায়। তবে আগের অর্থবছরের একইসময়ে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ০.৬৪ টাকা।ব্যবসায় এই অবনমনের কারন হিসেবে পেনিনসুলা কর্তৃপক্ষ জানিয়েছেন, সুদজনিত আয় হ্রাস,উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রশাসনিক খরচ বৃদ্ধি ও অপরিচালন লোকসান বৃদ্ধি।২০২২ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৯৭ টাকায়।