লোকসান কমেছে জাহিন স্পিনিংয়ের
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের তুলনায় লোকসান কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ৪৯ শতাংশ। গতকাল ডিএসইর মাধ্যমে প্রকাশিত জাহিন স্পিনিংয়ের সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে জাহিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসান ছিল ২ টাকা ৫২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ১ টাকা ২৪ পয়সা বা ৪৯ দশমিক ২১ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৬ টাকা ২৫ পয়সায়।