লংকাবাংলা ফাইন্যান্সের ঋণমান ‘‌ডাবল এ থ্রি’

Date: 2023-06-15 21:00:19
লংকাবাংলা ফাইন্যান্সের ঋণমান ‘‌ডাবল এ থ্রি’
পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ থ্রি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-টু’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে লংকাবাংলা ফাইন্যান্সের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের নিতে ২১ জুন বেলা ১১টা ১৫ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ ছিল গত ২৩ মে। সমাপ্ত ২০২২ হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্সের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৬ কোটি ১৪ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ১৩০ কোটি ৫৯ লাখ টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৮২ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩০ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৯৭ কোটি ৮৫ লাখ টাকা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। ২০১৯ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট ১২ শতাংশ লভ্যাংশ দেয় লংকাবাংলা ফাইন্যান্স। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ।

Share this news