লিনডের লেনদেন বন্ধ থাকবে বুধবার

শেয়ারজারে তালিকাভুক্ত লিনডে বিডির শেয়ার লেনদেন বুধবার (২৫ সেপ্টেম্বর) বন্ধ থাকবে।ঢাকাস্টকএক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির শেয়ার লেনদেন ওই দিন বন্ধ থাকবে।কোম্পনিটি অতিরিক্ত সাধারণ সভার (ইজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে। এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পনিগুলোর ইজিএমে অংশ গ্রহণ করতে পারবে।রেকর্ড ডেটের পর ২৬ সেপ্টেম্বর কোম্পানিটি শেয়ার লেনদেন যথানিয়মে শুরু হবে