লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন

Date: 2023-03-12 10:00:06
লিগ্যাসি ফুটওয়্যারের সর্বোচ্চ দরপতন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দর হারিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন সূত্র মতে, রোববার (১২ মার্চ) লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ৮ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৪৫ টাকা ৯০ পয়সায়।আজ দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ৮ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ২২ শতাংশ কমেছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমের শেয়ারদর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ।সর্বোচ্চ দর হারানোর তালিকায় থাকা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ন হাউজিং, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং হাক্কানি পাল্প।শেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।দর বৃদ্ধির শীর্ষে ইউনিলিভার কনজুমারঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১২ মার্চ ২০২৩, ৩:২৩ অপরাহ্ণলিগ্যাসি ফুটওয়্যারসপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১২ মার্চ) ইউনিলিভারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫৭৪ টাকা ৭০ পয়সা বা ২০ দশমিক ১৭ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে কোম্পানিটি।দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ারদর বেড়েছে ৪ দশমিক ৪৪ শতাংশ। আর ২ দশমিক ৬৮ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলহাজ টেক্সটাইল, ফাইন ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স, আইটি কনসালটেন্টস, রংপুর ফাউন্ড্রি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।এদিন লেনদেন হওয়া ৩১৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।অর্থসংবাদ/এসএমশেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনডিএসইর সাবেক পরিচালকের মৃত্যুতে সিএমজেএফের শোকঅর্থসংবাদ ডেস্ক১২ মার্চ ২০২৩, ৩:১৩ অপরাহ্ণলিগ্যাসি ফুটওয়্যারপ্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক খাজা গোলাম রসুলের মৃত্যুতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন সিএমজেএফের পক্ষে এক শোক বার্তায় সংগঠনটির সভাপতি জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক আবু আলী গভীর শোক ও সমবেদনা জানান।সিএমজেএফের পক্ষ থেকে বলা হয়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিএমজেএফের অকৃত্রিম বন্ধু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক আমাদের প্রিয় খাজা গোলাম রসুলের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।উল্লেখ্য, রোববার (১২ মার্চ) রাত ১ টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে খাজা গোলাম রসুল ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।অর্থসংবাদ/এসএমশেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনলেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিসঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১২ মার্চ ২০২৩, ২:৫৯ অপরাহ্ণলিগ্যাসি ফুটওয়্যারসপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১২ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪০ লাখ ৩৪ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার টাকা।লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল বিচ রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৭২ লাখ ১৪ হাজার টাকার। আর ২১ কোটি ১৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।এদিন লেনদেন হওয়া ৩১৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১৪১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।অর্থসংবাদ/এসএমশেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনসূচকের পতনে লেনদেন ফের ৫০০ কোটির নিচেঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১২ মার্চ ২০২৩, ২:৪১ অপরাহ্ণলিগ্যাসি ফুটওয়্যারসপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেন কমেছে শতকোটি টাকার বেশি। ফলে লেনদেন নেমেছে ৫০০ কোটি টাকার নিচে।অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (১২ মার্চ) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৪ পয়েন্টে।প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ ও ডিএস-৩০ সূচকও কমেছে। সূচক দু’টি ৩ পয়েন্ট ও ৫ পয়েন্ট কমে যথাক্রমে ১৩৫৮ ও ২২২১ পয়েন্টে দাঁড়িয়েছে।এদিন ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবারে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির।অর্থসংবাদ/এসএমশেয়ার করুন:FacebookMessengerWhatsAppGmailCopy LinkPrintঅর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।পুরো সংবাদটি পড়ুনলভ্যাংশ না দেওয়ায় লাভেলো আইস্ক্রিমকে তলবঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১২ মার্চ ২০২৩, ২:১৬ অপরাহ্ণলিগ্যাসি ফুটওয়্যারপুঁজিবাজারে তালিকাভুক্ত তওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস্ক্রিম পিএলসিকে তলব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় প্রতিষ্ঠানটিকে তলব করে প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ। রোববার (১২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, গত বছরের ২৩ অক্টোবর সর্বশেষ হিসাববছরের (২০২২) জন্য তওফিকা ফুড অ্যান্ড লাভেলো আইস্ক্রিম ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইন অনুযায়ী লভ্যাংশ অনুমোদনের ৩০ দিনের মধ্যেই বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করতে হবে।তবে লভ্যাংশ অনুমোদনের পর ৮২ দিন অতিবাহিত হলেও এখনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি তাওফিকা ফুডস। এর প্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কোম্পানিটিকে তলব করা হয়েছে।সমাপ্ত বছরে (২০২২) তাওফিকা ফুডস শেয়ারপ্রতি ১ টাকা ৪৩ পয়সা আয় করেছে। হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৯০ পয়সা। আয় ও সম্পদ দুটোই আগের বছরের (২০২১) তুলনায় বেড়েছে। ২০২১ সালে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৪১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১২ টাকা ৫৭ পয়সা।

Share this news