লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে ওয়ালটনের সন্তোষ

Date: 2023-06-18 17:00:10
লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে ওয়ালটনের সন্তোষ
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদেশ থেকে লিফট ও চলন্ত সিঁড়ি আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ওয়ালটন।ইলেকট্রনিক্স পণ্যের এই কোম্পানি এক বিজ্ঞপ্তিতে বলেছে, “দেশের শিল্পোদ্যোক্তারা মনে করেন, এই নীতি সহায়তায় দেশে লিফটের মত উচ্চ প্রযুক্তিসম্পন্ন উৎপাদনমুখী ভারী শিল্পখাত বিকশিত হবে। এ খাতের বিনিয়োগও বাড়বে। প্রচুর কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে। দেশের আমদানি ব্যয় হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ অনেকাংশে কমবে।“ এখন দেশেই লিফট উৎপাদন হওয়ায় বিদেশ থেকে পণ্যটি আনার ক্ষেত্রে শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। আর চলন্ত সিঁড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব এসেছে।পাশাপাশি আমদানি বিকল্প লিফট উৎপাদনে দেশীয় শিল্পে কর ও ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল থাকছে।গত ১ জুন সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।ওয়ালটনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেটে শিল্পোন্নয়নবান্ধব নীতি সহায়তা প্রস্তাব করায় অর্থমন্ত্রীকে ‘সাধুবাদ জানিয়েছেন’ দেশীয় লিফট উৎপাদকরা। বিগত কয়েক বছরে বাংলাদেশে লিফট, এস্কেলেটরের চাহিদা অনেক বেড়েছে। দেশে এ খাতে বার্ষিক এক হাজার কোটি টাকার বেশি বাজার রয়েছে। আগে এই বাজার বিদেশনির্ভর থাকলেও বর্তমানে ওয়ালটনসহ কয়েকটি দেশীয় কোম্পানি লিফট উৎপাদন শিল্প স্থাপনে বিনিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই খাতের অভ্যন্তরীণ বাজারে বর্তমানে দেশীয় কোম্পানির মার্কেট শেয়ার ২৫ শতাংশেরও বেশি।লিফট, চলন্ত সিঁড়ি আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে ওয়ালটনের সন্তোষবিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, সরকারের নীতি সহায়তায় উচ্চ মানের লিফট তৈরি ও বাজারজাত করার মাধ্যমে দ্রুতই সিংহভাগ মার্কেট শেয়ার অর্জন করে নিতে সক্ষম হবে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভারী ইন্ডাস্ট্রিজগুলোকে নীতি সহায়তা দেওয়া খুবই ভালো উদ্যোগ। এতে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হবে।

Share this news