লেনদেনর পতনে শঙ্কায় বিনিয়োগকারীরা!

Date: 2022-09-22 22:39:54
লেনদেনর পতনে শঙ্কায় বিনিয়োগকারীরা!
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই দিন আগে লেনদেন হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। এক দিন পরেই লেনদেন কমেছে হাজার কোটি টাকার বেশি। আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) লেনদেন আরও কমেছে। গত দুই দিন সূচক কমলেও আজ বেড়েছে সূচক। শেয়ারবাজারের লেনদেনের এমন পতন কিসের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন সাধারণ বিনিয়োগকারীদের।বাজার বিশ্লেষকরা বলছেন, গত কিছুদিন ধরে দেশের দুই শেয়ারবাজারেরই ভালো উত্থান হয়েছে। টানা উত্থানের ফলে মুনাফায় রয়েছে বিনিয়োগকারীরা। এখন বিনিয়োগকারীরা সেই মুনাফা ক্যাশ করার কারণে বেড়েছে লেনদেনের পরিমান। আর শেয়ারের ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি থাকার চাপে কমেছে সূচক। যার কারণে গত দুই দিন লেনদেন ভালো হলেও কমেছে সূচক।কিন্তু আজ বৃহস্পতিবার লেনদেন কম হলেও শেয়ার কেনায় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় সূচকের কিছুটা উত্থান হয়েছে। তবে লেনদেনে ভাটা পড়ায় বিনিয়োগকারীদের মাঝে কিছুটা শঙ্কা তৈরী হয়েছে।কারণ এর আগেও গত এক বছর আগেও লেনদেনের এমন উত্থানের পরেই শেয়ারবাজারে টানা পতন হয়েছে। সে দিকেই কি আবারও শেয়ারবাজার হাঁটছে! এমন প্রশ্ন জেগেছে সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। যার ফলে বিনিয়োগকারীদের মাঝে কিছুটা শঙ্কা তৈরী হয়েছে।প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে লেনদেন বাড়লেও সূচকের বড় পতন হয়েছে। এখন তারা টাকা ক্যাশ করে সাইড লাইনে অবস্থান করছে। যার কারণে লেনদেনে এমন পতন হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় ভুমিকায় না থাকলে লেনদেন আরও কমে আসতে পারে বলে মনে করছে সাধারণ বিনিয়োগকারীরা।বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা:আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।ডিএসইতে আজ এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ০৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির, শেয়ার দর কমেছে ৭৮টির এবং ১৬৬টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this news