লেনদেনের উর্ধ্বমুখী প্রবণতায় নতুন বছরের সূচনা
নতুন বছরের প্রথম সপ্তাহে সূচকের নিম্নমুখী প্রবণতায় পার করছে দেশের উভয় শেয়ারবাজার। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়ে নতুন বছরে বিনিয়োগকারীদের জন্য একটি ভালো সপ্তাহের সূচনা হয়েছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। সাপ্তাহিক শেয়ারবাজারের বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে।জানা গেছে, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ১৩২ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৪৫১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল এক হাজার ৭২ কোটি ৩৩ লাখ ৬৬ হাজার ২০৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে ৬০ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ২৪৩ টাকা বা ৫.৬৫ শতাংশ বেড়েছে।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ০৩৩ টাকার।