লেনদেনের শীর্ষে উঠে আবার দ্বিতীয় স্থানে নেমে গেলে সি পার্ল

Date: 2023-07-18 21:00:07
লেনদেনের শীর্ষে উঠে আবার দ্বিতীয় স্থানে নেমে গেলে সি পার্ল
আজ ঢাকার শেয়ারবাজারে লেনদেনের প্রথম ঘণ্টার পর তালিকার শীর্ষে উঠেছিল সি পার্ল। এটিই আজ লেনদেনের বিশেষ দিক, গত কয়েক দিন ফুওয়াং ফুডস ও আরডিফুডের প্রাধান্যের পর আজ কিছু সময়ে সি পার্ল লেনদেনের শীর্ষে উঠে আসে। তবে কিছুক্ষণ পরেই তা অবশ্য নেমে যায়। এখন শীর্ষস্থানে আছে ফুওয়াং ফুডস।এ ছাড়া খাতভিত্তিক লেনদেনের ক্ষেত্রে এগিয়ে আছে বিমা খাতের কোম্পানিগুলো। তবে অন্যান্য খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে, কারণ সেগুলো সর্বনিম্ন মূল্যস্তরে আটকে আছে। এ ছাড়া দিনের শুরুতে আজ বাজারে সূচকের ঊর্ধ্বগতি দেখা গেলেও দেড় ঘণ্টা লেনদেনের পর সূচকে কিছুটা নিম্নগতি দেখা যাচ্ছে।দেড় ঘণ্টা লেনদেনের পর বাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৯ পয়েন্ট, ডিএসইএস সূচক কমেছে শূন্য দশমিক ০৫ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক কমেছে শূন্য দশমিক ০৮ পয়েন্ট।আজ বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত মোট ৩৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।১১টা ৩৬ মিনিটে লেনদেনের তালিকায় শীর্ষস্থানে ছিল ফু ওয়াং ফুডস, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬৭ লাখ টাকার। দ্বিতীয় স্থানে আছে সি পার্ল; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি টাকার। তৃতীয় স্থানে আছে আরডি ফুড, এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩২ লাখ টাকার।

Share this news