লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস

Date: 2023-02-25 20:00:09
লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, রোববার (২৬ ফেব্রুয়ারি) শাইনপুকুর সিরামিকসের সর্বোচ্চ লেনদেন হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৬৩ হাজার টাকার।লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৮ লাখ ৫৩ হাজার টাকার। আর ১৫ কোটি ৩৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট।লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, আলহাজ টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুড এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ২৯০টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ০৪টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৩টির।

Share this news