লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরে
![লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরে](https://stocknewsbd.s3.ap-southeast-1.amazonaws.com/5926/RUPALI-LIFE-1.jpg)
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, মঙ্গলবার (১৪ মার্চ) কোম্পানিটির ৩১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৬ কোটি ৩৮ লাখ টাকা।আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের ২৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্টের লেনদেন হয়েছে ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার।লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- এডিএন টেলিকম, জেনেক্স ইনফোসিস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডিকম অনলাইন, রংপুর ডেইরি এবং ইস্টার্ন হাউজিং লিমিটেড।