লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স

Date: 2023-03-12 21:00:12
লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্স
লেনদেনের শীর্ষে রুপালী লাইফ ইন্স্যুরেন্সঅর্থসংবাদ করেসপন্ডেন্ট১৩ মার্চ ২০২৩, ৩:০৫ অপরাহ্ণশীর্ষেসপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (১৩ মার্চ) কোম্পানিটির ২৫ লাখ ৩৯ হাজার ৫৮০টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৭ কোটি ৭৪ লাখ টাকা।আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিডিকম অনলাইনের ২৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের লেনদেন হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।লেনদেনের শীর্ষে থাকা অপর কোম্পানিগুলোর হচ্ছে- এডিএন টেলিকম, সি পার্ল হোটেল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন হাউজিং, আমরা নেটওয়ার্কস, বাংলাদশ শিপিং কর্পোরেশন এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।আজ লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, দর কমেছে ৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০১টির।

Share this news