লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং

Date: 2023-05-02 21:00:14
লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৪৮টি প্রতিষ্ঠানের ৮৬৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেডের।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, বুধবার (৩ মে) ডিএসইতে কোম্পানিটির ৪৫ লাখ ৮৯ হাজার ৩২৮ টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৫৬ কোটি ৫৯ লাখ টাকার বেশি।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬ লাখ টাকার। আর ৩১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।এদিন লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, লাফার্জহোলসিম, রুপালী লাইফ ইন্সুরেন্স, জেমিনি সী ফুড, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আমরা নেটওয়ার্কস।আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৮টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির।

Share this news