লেনদেনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার

Date: 2023-04-09 21:00:12
লেনদেনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার
সপ্তাহের দ্বিতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, সোমবার (১০ এপ্রিল) ডিএসইতে এপেক্স ফুটওয়্যারের ৮৩ লাখ ৮১ হাজার ২৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ২৯ কোটি ৯৮ লাখ টাকার বেশি।শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা আমরা নেটওয়ার্কসের ২৬ কোটি ৪০ টাকার রেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড।আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, ইস্টার্ন হাউজিং, সি পার্ল হোটেল, মিডল্যান্ড ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

Share this news