লেনদেনের অর্ধেক ১০ কোম্পানির দখলে

Date: 2022-09-12 05:39:22
লেনদেনের অর্ধেক ১০ কোম্পানির দখলে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকা। এর মধ্যে ৬৬৩ কোটি ২৫ লাখ টাকা লেনদেন হয়েছে ১০টি কোম্পানির। যা মোট লেনদেনের ৪৯ শতাংশ। আর লেনদেনের শীর্ষ স্থান দখল করা প্রথম ২০ কোম্পানির দখলে মোট লেনদেনের ৬১ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে লেনদেনের ক্ষেত্রে গুটিকয়েক কোম্পানি প্রধাণ্য পাচ্ছে, যা কোন স্বাভাবিক বাজারের আচরণ হতে পারে না। তারা বলছেন, বাজারে কিছু কোম্পানির শেয়ার যেভাবে লেনদেন হচ্ছে, তা স্বাভাবিক মনে হচ্ছে না। পরিকল্পিতভাবে কিছু বিনিয়োগকারীরা নিজেদের মধ্যে এসব শেয়ার হাতবদল করছে।শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ড মিলে বর্তমানে ৩৮৬টি প্রতিষ্ঠান। সেখানে মাত্র ১০ কোম্পানির দখলে রয়েছে লেনদেনের অর্ধেক। এর ফলে সার্বিক বাজার খুব একটা গতি পাচ্ছে না। এমনকি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাও টালমাটাল অবস্থায় রয়েছে। যার কারণে বাজারকে কিছুটা স্বাভাবিক বলে মনে হলেও, বাস্তবে বাজারের অবস্থা নড়বড়ে।আজ লেনদেনের শীর্ষে উঠে আসা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, নাহি অ্যালুমিনিয়াম, লাফার্জহোলসিম বাংলাদেশ, শাহিনপুকুর সিরামিকস, ইস্টার্ণ হাউজিং, আইএফআইসি ব্যাংক এবং ওরিয়ন ইনফিউশন।এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৯৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১৫৪ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।বাকি কোম্পানিগুলোর মধ্যে জেএমআই হসপিটালের ৫২ কোটি ৫৩ লাখ টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৪৭ কোটি ৮৫ লাখ টাকা, লাফার্জহোলসিমের ৪৬ কোটি ৫৯ লাখ টাকা, শাহিনপুকুর সিরামিকসের ২৯ কোটি ২৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ২৮ কোটি ৯০ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২৬ কোটি ৯১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ২২ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এদিকে, লেনদেনের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেওয়া আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬২ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫৭ লাখ টাকা। ব্রিটিশ আমেরিকান টোবাকরে শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি এক লাখ টাকা।বাকি প্রতিষ্ঠানগুলোর লেনদেন হয়েছে ২০ কোটি টাকার কম। এরমধ্যে ডেল্টা লাইফের ১৯ কোটি ৯ লাখ, বেক্সিমকোর ফার্মার ১৮ কোটি পাঁচ লাখ, মালেক স্পিনিংয়ের ১৫ কোটি ১০ লাখ, কহিনুর কেমিক্যালের ১৪ কোটি ৫৪ লাখ, শাহজিবাজার পাওয়ারের ১৩ কোটি চার লাখ, আইপিডিসি ফাইন্যান্সের ১২ কোটি ৬১ লাখ এবং জিনেক্স ইনফোসিসের ১২ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

Share this news