লেনদেনের নেতৃত্বে বিমা খাত

Date: 2023-03-20 05:00:27
লেনদেনের নেতৃত্বে বিমা খাত
গতকাল রোববারের মতো আজ সোমবারও (২০ মার্চ) শেয়ারবাজারে লেনদেনের নেতৃত্বে অবস্থান করছে বিমা খাত। আজ বিমা খাতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৫২ লাখ টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৮.৪৫ শতাংশ। আজ ডিএসইতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৬৬ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আজ ডিএসইর শেয়ারদর বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে চারটিই বিমা খাতের। এই চার কোম্পানির মধ্যে রয়েছে চাটার্ড লাইফ, ডেল্টা লাইফ, সোনালী লাইফ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।বৃদ্ধির ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে জীবন বিমা খাত। আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২০টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে মাত্র ৫১টির। যার মধ্যে ৭টি কোম্পানিই জীবন বিমা খাতের। যা জীবন বিমা কোম্পানিগুলোর ৫৩.৮৫ শতাংশ। ডিএসইতে তালিকাভুক্ত মোট জীবন বিমা কোম্পানির সংখ্যা ১৫টি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।আর সাধারণ বিমা কোম্পানিগুলোর মধ্যে ৮টি বা ১৯.৫১ শতাংশের শেয়ারদর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত সাধারণ বিমা কোম্পানির সংখ্যা ৪১টি।

Share this news