লেনদেনের এক-তৃতীয়াংশই তিন কোম্পানির দখলে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বুধবার (২১ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকা। এরমধ্যে তিন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৯০ কোটি টাকা। যা মোট লেনদেনের প্রায় ৩৩ শতাংশ বা এক-তৃতীয়াংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।এই তিন কোম্পানির মধ্যে আজ টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেডের। আজ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৪ লাখ ১০২টি। যার বাজার মূল্য ২৫৭ কোটি ২৫ লাখ টাকা।লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ০২ লাখ ৫০ হাজার ১৩৯টি। যার বাজার মূল্য ২৭৮ কোটি ৬৯ লাখ টাকা।লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৩ লাখ ৪১ হাজার ৪৪৫টি। যার বাজার মূল্য ১০২ কোটি ২৩ লাখ টাকা।