লেনদেনের ৬১ শতাংশ চার খাতের দখলে

Date: 2022-10-11 11:00:13
লেনদেনের ৬১ শতাংশ চার খাতের দখলে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ (১০ অক্টোবর) মঙ্গলবার লেনদেন কমেছে আগের দিনের তুলনায় ৪০০ কোটি টাকার বেশি। আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১০ কোটি টাকা। আগের দিন ডিএসরই লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪১৭ কোটি টাকা। আজ ডিএসসির লেনদেনের ৫৫৬ কোটি টাকা বা ৬১ দশমিক ৩৩ শতাংশই চার হাতের দখলে। আমারটা সূত্রে এ তথ্য জানা গেছে।লেনদেনের নেতৃত্ব দেওয়া এই চার খাতের মধ্যে রয়েছে ফার্মা, বিবিধ, প্রকৌশল এবং পেপার এন্ড প্রিন্টিং।জানা গেছে, আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফার্মা খাতে। আজ এই খাতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০৬ কোটি টাকা। যা ডিএসসির মোট লেনদেনের ২২.৭০ শতাংশ।লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বিবিধ খাত। এই খাতে আজ মোট লেনদেন হয়েছে ১৩৫ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৪.৯২ শতাংশ।লেনদেনে তৃতীয় অবস্থানে উঠে এসেছে প্রকৌশল খাত। আজ এই খাতে মোট লেনদেন হয়েছে ১১১ কোটি টাকা। যা মোট লেনদেনের ১২.৩০ শতাংশ।এছাড়াও, পেপার এন্ড প্রিন্টিং এর মত ছোট খাতটি আজ লেনদেনের চতুর্থ স্থানে উঠে এসেছে। এই খাতে আজ লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১১.৪৬ শতাংশ।

Share this news